বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলাসহ উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস-বৃষ্টি

জাগো নিউজ ২৪ বঙ্গোপসাগর প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১১:৩১

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ বিরাজ করছে। আছে ঝোড়ো বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি।


রোববার (২ অক্টোবর) ভোর থেকে সূর্যের দেখা মেলেনি। মেঘের আকাশ ছিল অন্ধকারাচ্ছন্ন। একই সঙ্গে ভোর থেকেই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা-মাঝারি বাতাস বইছে। এমন আবহাওয়ায় শীতের আগাম আমেজ বিরাজ করছে এ অঞ্চলের জনপদে।


মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জাগো নিউজকে জানান, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যণ্ত উত্তর ও উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মোংলা বন্দরসহ সমুদ্র ও সুন্দরবনের উপকূলীয় এলাকায় রবি, সোম ও মঙ্গলবার ঝোড়ো বাতাস ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


তবে এখনো পর্যন্ত কোনো সর্তক সংকেত জারি করা হয়নি জানিয়ে তিনি বলেন, গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিদের তাদের নৌকা ও ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে চলাচল এবং অবস্থান করতে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও