কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোলাগুলির শব্দ থেমেছে, আতঙ্ক কাটেনি

প্রথম আলো নাইক্ষ্যংছড়ি প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ২৩:২০

কক্সবাজার ও বান্দরবানের তিনটি ইউনিয়নের সীমান্ত এলাকার মানুষ আজ শনিবার গোলাগুলির শব্দ শুনতে পাননি। তবে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও বুচিডং শহরের বিভিন্ন পাহাড়ে আরাকান আর্মির সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে।


সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা একাধিক সূত্র এবং রাখাইন রাজ্যের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই পক্ষের সংঘর্ষ বেড়ে যাওয়ায় মংডু ও বুচিডং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহর দুটিতে লোকসমাগম সীমিত করা হয়েছে। সড়কে টহল দিচ্ছে দেশটির সেনাবাহিনী। এ কারণে সেখানকার দোকানপাট-ব্যবসাকেন্দ্র প্রায় বন্ধ রয়েছে।


এর প্রভাব পড়েছে টেকনাফ স্থলবন্দরেও। পাঁচ দিন ধরে টেকনাফ স্থলবন্দরে মংডু থেকে আমদানি পণ্য বোঝাই কোনো ট্রলার আসেনি। নাফ নদী অতিক্রম করে টেকনাফ ও মংডুর মধ্যে দুই দেশের সীমান্ত বাণিজ্য চালু হয় ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও