টাস্ক ম্যানেজার শর্টকাট ফিরে এলো উইন্ডোজ ১১-তে
উইন্ডোজ টাস্কবারে অবশেষে টাস্ক ম্যানেজার শর্টকাট ফিরিয়ে এনেছে মাইক্রোসফট। বর্তমানে এই সুবিধা মিলছে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের ‘প্রিভিউ বিল্ড ২৫২১১’ আপডেটে।
উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের ‘ডেভ চ্যানেল’-এ আপডেটের সঙ্গে যেসব ব্যবহারকারী যুক্ত আছেন, তারা ‘প্রিভিউ বিল্ড ২৫২১১’-তে আপডেট করার পর টাস্কবারে রাইট ক্লিক করলে একটি নতুন অপশন খুঁজে পাবেন। এর মাধ্যমে আগের চেয়ে দ্রুত টাস্ক ম্যানেজারে প্রবেশ করতে পারবেন তিনি।
সবশেষ আপডেটে চালু হওয়া একমাত্র ফিচার না হলেও একেই সবচেয়ে চমকপ্রদ ফিচার হিসেবে আখ্যা দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এর সঙ্গে এসেছে কিছু বাগ সংশ্লিষ্ট সমাধানও। তবে, এর কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে ব্যবহারকারীকে।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এই আপডেট কেবল ‘ডেভ চ্যানেল’-এ চালু হয়েছে। ফলে, ‘বেটা চ্যানেল’ ব্যবহার করা উইন্ডোজ ইনসাইডার গ্রাহক বা উইন্ডোজের বিভিন্ন ‘রিলিজ প্রিভিউ’ বিল্ডের ওপর এর প্রভাব মিলবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উইন্ডোজ আপডেট
- শর্টকাট
- মাইক্রোসফট