বৈশ্বিক প্লাস্টিক কাঁচামালের বাজারে পা রাখলো মেঘনা গ্রুপ
www.tbsnews.net
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১২:৩৪
নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ে পেট্রোকেমিক্যাল কারখানা চালু করেছে মেঘনা গ্রুপ। চালুর মাত্র তিন মাসে ১৫০ কোটি টাকার রপ্তানি করে আন্তর্জাতিক প্লাস্টিক কাঁচামালের বাজারে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি।
"রপ্তানি ছাড়াও, আমরা এই সময়ের মধ্যে স্থানীয় বাজারে ১৫০ কোটি টাকার প্লাস্টিক কাঁচামাল বিক্রি করেছি," মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ কথা বলেন।
তিনি বলেন, দেশে প্লাস্টিকের কাঁচামালের ব্যাপক চাহিদা রয়েছে, যা আগে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বাজার ও আমদানির ওপর নির্ভরশীল ছিল।
বিজ্ঞাপন
তিনি বলেন, "দেশে পিইটি রেজিনের চাহিদা বছরে ২ লাখ টন। কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতা ১ লাখ টন।"