কেন্দ্র থেকে তৃণমূলে বেড়েছে ব্যস্ততা
যুগান্তর
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:০০
জাতীয় সম্মেলনকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা। ডিসেম্বরে অনুষ্ঠেয় এই সম্মেলন ঘিরে তৃণমূল পর্যন্ত দলকে ঢেলে সাজানো হচ্ছে। চলছে জেলা, উপজেলা, পৌর এবং ওয়ার্ড-ইউনিয়নের সম্মেলন। ঘোষণা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটিও।
শুরু হয়েছে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন প্রক্রিয়াও। একই সঙ্গে চলছে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের কাজও। নির্দিষ্ট সময়ের মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নেতারা।
আওয়ামী লীগের নীতিনির্ধারণীয় পর্যায়ের নেতারা বলছেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকবেন। ওই বৈঠকেই ২২তম সম্মেলনের তারিখ নির্ধারণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।