লাঠি দিয়ে আত্মরক্ষার দোহাই বিএনপির

দেশ রূপান্তর প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬

সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথের আন্দোলন-কর্মসূচিতে লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে অংশ নিচ্ছে। দলটির নেতাকর্মীরা বলছেন, আত্মরক্ষায় লাঠির সঙ্গে জাতীয় পতাকাসহ কর্মসূচিতে অংশ নিচ্ছে তারা, আক্রান্ত হলেই কেবল এটি ব্যবহার করা হবে।


ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লাঠির সঙ্গে জাতীয় পতাকা বহন করে বিএনপির কর্মসূচি পালনের সমালোচনা করে বলেন, ‘আন্দোলন করুন, কিন্তু লাঠিবাজি চলবে না। রাজপথ কারও পৈতৃক সম্পত্তি নয়। জনগণের জন্য রাস্তায় নামব আমরাও। অপেক্ষায় আছি, দেখছি। সামনের দিনে লাঠিতে জাতীয় পতাকা নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে।’


ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দেশ রূপান্তরকে বলেন, ‘সমাবেশ তো আমরা করছি অনেক দিন ধরে। কখনো লাঠি নিয়ে নামিনি। এখন কেন নামতে হচ্ছে তা দেশবাসী জানে। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ যখন একাকার হয়ে আমাদের ওপর হামলা করছে তখন আত্মরক্ষায় আমরা লাঠি নিয়ে নেমেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে আমরা বসে থাকব না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’ গতকাল বুধবার বিকেলে রমনার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘রাজনৈতিক দলের কোনো ধরনের সভা-সমাবেশে লাঠিসোটা বা দেশি অস্ত্র বহন করা যাবে না।’


বিজ্ঞাপন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত