রোজ মিষ্টি খাচ্ছেন?

সমকাল প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৭

মিষ্টি খেতে কমবেশি সবাই পছন্দ করেন। কেউ কেউ আবার প্রতিদিনই মিষ্টি খান। অতিরিক্ত মিষ্টি খেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে, ওজন বেড়ে যায়। এছাড়া ত্বকও ক্ষতিগ্রস্ত হয়।


বিশেষজ্ঞদের মতে, যাদের তৈলাক্ত ত্বক, তাদের জন্য খুবই ক্ষতিকর অত্যাধিক মিষ্টি খাওয়া। কারণ তৈলাক্ত ত্বকে এমনিতেই ব্রণ কিংবা অ্যাকনের সমস্যা দেখা দেয়। তার উপর অতিরিক্ত মিষ্টি খেলে ব্রণের সমস্যা আরও বেড়ে যায়। তাই ইচ্ছে হলেও স্বাস্থ্য এবং ত্বকের কথা চিন্তা করে অত্যধিক মিষ্টি খাওয়ার প্রবণতা ত্যাগ করতে হবে।


পুষ্টিবিদদের মতে, মিষ্টিতে এমন কিছু উপাদান থাকে, যা আমাদের শরীরের জন্য় একেবারেই উপযুক্ত নয়। হজমের গোলমাল দেখা দিতে পারে। এমনকি পেটেরও নানা সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত মিষ্টি খেতে ত্বকে নানারকম ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে।


অনেকের খুব কম বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। এর অন্যতম কারণ হিসেবে মিষ্টিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মিষ্টিতে থাকা গ্লাইসেমিক ইনডেক্স ত্বকে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ ফেলে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও