![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/09/29/134539145311kalerkantho_pic.jpg)
অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে নিকলিতে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশের বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৩ দশমিক ২ ডিগ্রি, রাজশাহীতে ৩৫ দশমিক ১ ডিগ্রি, রংপুরে ৩৩ দশমিক ৬ ডিগ্রি, ময়মনসিংহে ৩৪ দশমিক ৮ ডিগ্রি, সিলেটে ৩৪ দশমিক ৫ ডিগ্রি, চট্টগ্রামে ৩৩