You have reached your daily news limit

Please log in to continue


নৌকাডুবি : বল্গাহীন প্রাথমিক পুঁজিবাদের বলি

কবি সুকান্ত ভট্টাচার্য ১৯৪০-এ চারদিকে অস্বাভাবিক মৃত্যুর মিছিল দেখে লিখেছিলেন, ‘অবাক পৃথিবী! অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার।’ পৃথিবীতে জন্মগ্রহণ করলে একদিন না একদিন মারা যেতেই হবে। মৃত্যু থেকে কোনো মানুষ বা পশুপাখির রেহাই নেই। এটাই প্রকৃতির সাধারণ নিয়ম। তবুও প্রিয়জনের বা আপনজনের মৃত্যু হলে সবাই শোকার্ত হয়।

চোখের পানিতে প্রিয়জনকে বিদায় দিতে হয়। স্বাভাবিক মৃত্যুও মানুষ মেনে নিতে চায় না। কিন্তু মৃত্যু যদি অস্বাভাবিক হয়, তাহলে দুঃখের অন্ত থাকে না। বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ মরছে। এসব মৃত্যুতে রয়েছে অস্বাভাবিক মৃত্যুও। সাংবাদিক নির্মল সেন একটি কলাম লিখে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন। সেই কলামের একটি তাৎপর্যপূর্ণ উক্তি ছিল, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’

নির্মল সেনের এ উক্তিটি ঐতিহাসিক উক্তিতে পরিণত হয়েছে। স্বাভাবিক মৃত্যুর অনেক কারণ থাকে। অস্বাভাবিক মৃত্যুরও অনেক কারণ থাকে। অস্বাভাবিক মৃত্যুতে বিয়োগব্যথা থাকে, তার ওপর থাকে হৃদয় কন্দরে গভীর আঘাতের বেদনা। তাই স্বাভাবিক মৃত্যু মেনে নিলেও মানুষ অস্বাভাবিক মৃত্যু সহজে মেনে নিতে চায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন