মিছিল-সমাবেশে লাঠি না রাখতে পুলিশের পরামর্শ

বিডি নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:০৩

বিএনপির সাম্প্রতিক কিছু কর্মসূচিতে লাঠি হাতে কর্মীদের অংশগ্রহণ নিয়ে আলোচনার মধ্যে রাজনৈতিক মিছিল ও সমাবেশে লাঠি বহন না করার পরামর্শ দিয়েছে পুলিশ।


ঢাকায় গ্রিল কাটা চোর গ্রেপ্তার নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার এই পরামর্শ দেন।


তিনি বলেন, “রাজনৈতিক মিছিল ও সমাবেশে লাঠি আনার প্রয়োজন নেই।”


পতাকায় লাঠি বেঁধে আনার বিষয়টি চোখে পড়ার কথা জানিয়ে হাফিজ বলেন, “ডিএমপির পক্ষ থেকে সব ডিসিকে বলা হয়েছে, কোনো সভা-সমাবেশে লাঠিতে পতাকা বেঁধে যেন আনা না হয়, সেটা বলার জন্য। কারণ লাঠি কোথাও পড়ে গেলে, তাতে জাতীয় পতাকার অবমাননা হয়।”


বিএনপি নেতারা অভিযোগ করে আসছে, নানা কর্মসূচিতে তাদের উপর ক্ষমতাসীনদের হামলা হচ্ছে, সেই কারণে আত্মরক্ষার জন্য কর্মীরা লাঠি হাতে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও