কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সীমান্ত এলাকা থেকে আধা কেজি সোনাসহ যুবককে আটক

বাংলা ট্রিবিউন চুয়াডাঙ্গা প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৭

চুয়াডাঙ্গার জীবননগরের গয়েশপুর সীমান্ত থেকে চারটি সোনার বারসহ তাজমুল হোসেন (৩০) নামের যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের জাকামোল্লা ব্রিকস ইটভাটার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের সখের আলীর ছেলে।


মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের জাকামোল্লা ব্রিকস ইটভাটার দক্ষিণ-পশ্চিম কর্নারে পাকা রাস্তার পার্শ্বে সোনা চোরাকারবিরা পাচারের জন্য অবস্থান করছে বলে খবর পাওয়া যায়।



তিনি আরও জানান, এরপর বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারি দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাজমুল হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চারটি সোনার বার (৪৪৯.৫৩ গ্রাম) উদ্ধার করা হয়। আটক তাজমুল হোসেনকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও