বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারের সমান পারিশ্রমিক

www.tbsnews.net প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৪

আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টের নবম আসরটি ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা। ইতোমধ্যে সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। এবার ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারণ করে ফেললো বিপিএল গভর্নিং কাউন্সিল। 


এবার দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক প্রায় সমান রাখা হবে। সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক হবে ৮০ লাখ টাকা। বিদেশি ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ হাজার ডলার ( প্রায় ৮৩ লাখ)। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সোমবার সাংবাদিকদের এ তথ্য দেন।


গত আসরের মতো আগামী বিপিএলও দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ৪৬টি ম্যাচ হবে। এবার রাখা হচ্ছে না কোনো আইকন ক্রিকেটার। তবে একজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো, এখানে পারশ্রমিকের নির্দিষ্ট সীমা নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও