![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F0b8694d5-1438-47c5-a567-018b0a5f7189%252F223804_01_02.jpg%3Frect%3D0%252C0%252C5078%252C2856%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
কেন এমবাপ্পেকে নিয়ে কিছু বলতে চান না সাবেক এই সতীর্থ
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নেইমারের সম্পর্কের অবনতি এই মুহূর্তে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। পেনাল্টি নিয়ে দুই পিএসজি তারকার সমস্যার পর থেকেই চলছে নানা আলোচনা–সমালোচনা। তবে এ দুজনের বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের এবং এমবাপ্পে নিজেই।
এবার এমবাপ্পের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন পিএসজির সাবেক তারকা লিয়ানদ্রো পারেদেস। লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ অবশ্য বলেছেন, পিএসজিতে খেলার সময় এমবাপ্পের সঙ্গে তাঁর কোনো সম্পর্কই ছিল না।
২০১৯ সালে জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে পিএসজিতে আসেন পারেদেস। গ্রীষ্মের দলবদলে পিএসজি থেকে ধারে খেলতে গেছেন জুভেন্টাসে। তবে পিএসজিতে থাকার সময় এমবাপ্পের সঙ্গে নাকি তাঁর কোনো যোগাযোগই ছিল না।
সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় পারেদেসকে। উত্তরে এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘আমি তাকে নিয়ে কথা বলার মতো কেউ না। তাদের সঙ্গেই আমার যোগাযোগ ছিল, যাদের সঙ্গে সম্পর্ক ছিল। তবে যার সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না, তাকে (এমবাপ্পে) নিয়ে আমি কিছু বলতে পারি না।’
- ট্যাগ:
- খেলা
- সতীর্থ
- ফুটবল তারকা
- কিলিয়ান এমবাপ্পে