যেভাবে বানাবেন চুলের জট ছাড়ানোর স্প্রে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:০১

জট ছাড়াতে গিয়ে তাড়াহুড়ো করলে টান পড়ে চুলের গোড়া দুর্বল যায়। যার ফলশ্রুতি আরও চুল ঝরে। এছাড়া চুল ছিঁড়ে যাওয়ার সমস্যা তো রয়েছেই। কোমলভাবে জট ছাড়ানোর জন্য বানিয়ে নিন একটি বিশেষ স্প্রে।


যা যা লাগবে


এক কাপ আপেল সাইডার ভিনেগার
এক কাপ পানি
এক চা চামচ জোজোবা অয়েল
৩০ ফোঁটা এসেনশিয়াল অয়েল
পরিষ্কার স্প্রে বোতল
যেভাবে স্প্রে তৈরি করবেন
প্রথমে এসেনশিয়াল অয়েল আপেল সাইডার ভিনিগারে ঢেলে দিন, তারপর কিছুক্ষণ ওভাবেই রাখুন। এবার জোজোবা অয়েল যোগ করে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। পানি দিয়ে আবার মেশান। যদি মিশ্রণটা বেশি ঘন মনে হয়, আরও খানিকটা পানি দিয়ে তরল করে নিতে পারেন। দ্রবণটি স্প্রে বোতলে ভরে রাখুন। গোসলের পর চুল ভালো করে মুছে মিশ্রণটি লিভ-ইন কন্ডিশনারের মতো স্প্রে করে নিন। স্প্রে করার আগে বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন, তারপর সম্পূর্ণ চুলে স্প্রে করবেন। কয়েক মিনিট অপেক্ষা করে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও