রিজার্ভ সৈন্য সমাবেশে ‘ত্রুটির’ কথা স্বীকার করল রাশিয়া
ইউক্রেইনে লড়তে রিজার্ভ সৈন্যদের ডাকার ক্ষেত্রে কিছু ত্রুটি হয়েছে বলে স্বীকার করে নিয়েছে ক্রেমলিন।
সেনাসমাবেশ নিয়ে রাশিয়ার ভেতরেই ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের মুখে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এ ত্রুটির কথা স্বীকার করে নেন বলে জানিয়েছে বিবিসি।
“ডিক্রি লংঘনের কিছু ঘটনা ঘটেছে। সব ত্রুটি ঠিক করে নেওয়া হচ্ছে,” বলেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ডিক্রিতে কেবল সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন রিজার্ভ সদস্যদের ডাকার কথা থাকলেও একাধিক খবরে বাহিনীতে কাজের অভিজ্ঞতা নেই, বেশি বয়সী ও প্রতিবন্ধী ব্যক্তিদেরও ডাকা হয়েছে বলে জানা গেছে।
গত সপ্তাহে পুতিন আংশিক সেনাসমাবেশের নির্দেশ দেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, তারা রিজার্ভ থেকে সর্বোচ্চ তিন লাখ লোককে ডাকবেন।
ক্রেমলিনের মূল ওয়েবসাইটে পুতিনের ডিক্রির যে সংস্করণ প্রকাশিত হয়েছে, তাতে রিজার্ভ থেকে কত সৈন্য নেওয়া হবে তার সুনির্দিষ্ট সংখ্যা না থাকায় সরকারবিরোধী একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে ১০ লাখের মতো সৈন্য নেওয়া হতে পারে বলে ধারণা দেওয়া হয়। এরপরই রাশিয়ার বিভিন্ন অংশে সৈন্যসমাবেশবিরোধী প্রতিবাদ দানা বাধে।