ধর্ষণ অভিযোগে ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’ লামিচানে
গ্রেফতারি পরোয়ানা জারির প্রায় দুই সপ্তাহ পর মুখ খুললেন নেপালের সদ্য সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানে। ধর্ষণের অভিযোগে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন নিজেকে সবকিছু থেকে দূরে রেখেছিলেন ২২ বছর বয়সী এ তারকা লেগস্পিনার।
চলতি মাসের শুরুতে লামিচানের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন ১৭ বছর বয়সী এক কিশোরী। এই অভিযোগের পর মামলা নথিভুক্ত হলে গত ৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেপাল পুলিশ। একইসঙ্গে নিজেদের তখনকার অধিনায়ককে নিষিদ্ধও করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
দেশে যখন এসব হচ্ছিল তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছিলেন লামিচানে। ধারণা করা হচ্ছিল, আইনি প্রক্রিয়া শুরুর জন্য তখনই হয়তো দেশে ফিরে যাবেন তিনি। তবে তা করেননি নেপালের এ বিশ্বতারকা। বরং নিজেকে আইসোলেশনে রাখেন লামিচানে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে লামিচানে জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ তার মানসিক ভারসাম্যে আঘাত হেনেছে এবং দুশ্চিন্তার কারণে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন। নিজের অবস্থার উন্নতি ঘটা মাত্রই নেপালে ফিরে আইনি লড়াই শুরু করবেন তিনি।