দালান বানাবে উড়ন্ত থ্রিডি প্রিন্টার ড্রোন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩২
দালানের নির্মাণ ও সংস্কার কাজে উড়ন্ত থ্রিডি প্রিন্টার ড্রোন ব্যবহারের অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অফ বাথ-এর একদল গবেষক।
প্রকৃতিতে মৌমাছিরা যেভাবে দলবেঁধে মৌচাক নির্মাণ করে, থ্রিডি প্রিন্টার ড্রোনগুলোও একই কৌশল অবলম্বন করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
উঁচু দালানের ওপরে বা মানুষের জন্য বিপজ্জনক এলাকায় উৎপাদন, নির্মাণ ও সংস্কার কাজে এ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা দেখছেন এর উদ্ভাবকরা। এ প্রযুক্তি নির্মাণ কাজের খরচ কমিয়ে সার্বিক প্রক্রিয়াকে আরও নিরাপদ করে তুলবে বলে তাদের প্রত্যাশা। দলবেঁধে, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থ্রিডি প্রিন্টারবাহী ‘এরিয়াল অ্যাডিটিভ ম্যানুফাকচারিং (এরিয়াল-এএম)’ ড্রোনগুলো। কাজের সমন্বয়ের জন্য সবগুলো ড্রোন নির্ভর করে একই ব্লুপ্রিন্টের ওপর।