কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘাড়ে কালচে দাগ? জেনে নিন করণীয়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১২

অনেক সময় শরীরের অন্যান্য অংশের মতো ঘাড়ের পরিচ্ছন্নতার দিকে তেমন মনোযোগ দিতে পারি না আমরা। এতে ঘাড়ের রঙ শরীরের অন্যান্য অংশের চামড়া থেকে কিছুটা কালো থেকে যায়। এছাড়া ঘাড়ের খোলা অংশে রোদ লেগে সানবার্ন হওয়ার কারণেও কালচে দেখাতে পারে ঘাড়। কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করে এই কালো দাগ কমাতে পারেন। 


রূপ বিশেষজ্ঞরা বলছেন, রক সল্ট ত্বকের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে। শুধু তাই নয়, লবণ ত্বকের ময়লা পরিষ্কার করে এবং এর কালচে ভাবও কমায়। কলার খোসায় অ্যালোভেরা জেল লাগিয়ে তারপর উপরে রক সল্ট ছিটিয়ে দিন। মিশ্রণটি ঘাড়ে ঘষুন। ২ মিনিট পর ধুয়ে ফেলুন।


২ চা চামচ বেসনের সঙ্গে ১ চিমটি লবণ, আধা চা চামচ লেবুর রস ও গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ঘাড়ে এই প্যাক লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।


টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘাড়ে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।


বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানান। ঘাড়ে এই পেস্ট লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে ফেলে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।


৪ টেবিল চামচ পানির সঙ্গে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে তুলা ভিজিয়ে ঘাড়ে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও