আবার বাতিল হলো আর্টেমেসি ওয়ান উৎক্ষেপণ

সমকাল প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪

বৈরী আবহাওয়ার জেরে ফের আটকে গেল অর্ধশতাব্দী পর চন্দ্র অভিযানে বহুল কাঙ্ক্ষিত মিশন আর্টেমেসি ওয়ান উৎক্ষেপণ। এ নিয়ে তৃতীয়বারের মতো পিছিয়ে গেল নাসার চন্দ্র অভিযানের নতুন মিশন। আগের দু'বারের ব্যর্থতার পর আগামীকাল মঙ্গলবার আর্টেমেসি ওয়ানের রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল নাসা। তবে আগামী সপ্তাহে ফ্লোরিডা উপকূলে ঘূর্ণিঝড় ইয়ান আঘাত হানতে পারে বলে আশঙ্কা থাকায় এবারের উৎক্ষেপণ সিদ্ধান্তও বাতিল করে নাসা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিসের পূর্বাভাস হচ্ছে, কেনেডি স্পেস সেন্টারের আশপাশের এলাকার আবহাওয়া ঘূর্ণিঝড় শুরুর আগেই খারাপ হতে থাকবে।


আর এতে ক্ষতিগ্রস্ত হতে পারে এসএলএস রকেট। সর্বোচ্চ ৮৫ কিলোমিটারের ঝোড়ো হাওয়ায় টিকে থাকতে পারবে এ রকেট। ফলে রকেটের সুরক্ষায় এ যাত্রাও বাতিল করতে বাধ্য হয় নাসা। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে দু'বার বাতিল হয় চন্দ্র অভিযানের এ মিশন। নাসার ২০২৫ সাল নাগাদ চন্দ্রপৃষ্ঠে মানব নভোচারী পাঠাতে চায় নাসা। আর মানুষ পাঠানোর আগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে ২০২৫ সালের চন্দ্র অভিযানের আগে মানববিহীন একাধিক মিশন পরিচালনা করবে মহাকাশ গবেষণা সংস্থাটি। এর আগে গত ২৯ আগস্ট ও ৩ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয় আর্টেমেসি ওয়ানের উৎক্ষেপণ পরিকল্পনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও