ভারতীয় সংস্থা বোটের নতুন স্মার্টওয়াচ বাজারে এলো। যার নাম বোট ওয়েব স্টাইল। কম দামের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে এসেছে এই স্মার্টওয়াচটি। স্বাস্থ্য ও ফিটনেস ফিচার ছাড়াও ১০০টি ওয়াচ ফেস পাওয়া যাবে এই ঘড়িটিতে।
বোট ওয়েভ স্টাইল স্মার্টওয়াচটি বর্গাকার আকৃতির ১.৬৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে নিয়ে এসেছে। এতে ২৪ ঘণ্টা হার্ট রেট সেন্সর, একটি SpO2 মনিটর, স্লিপ ট্র্যাকিংসহ আরও বেশ কিছু স্বাস্থ্য এবং ফিটনেস বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। স্মার্টওয়াচটি একটি সিলিকন স্ট্র্যাপ সহযোগে লঞ্চ করা হয়েছে।