কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইসরায়েল অস্ত্র না দেওয়ায় হতাশ জেলেনস্কি

প্রথম আলো ইউক্রেন প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৮

রাশিয়ার হামলা ঠেকাতে ইসরাইল ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরপরই ইসরায়েলের কাছে অস্ত্র চেয়েছিলেন জেলেনস্কি। কিন্তু এরপর সাত মাস পেরিয়ে গেলেও ইসরায়েল কোনো অস্ত্রসহায়তা পাঠায়নি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে।


আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ফ্রান্সের এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিলেন জেলেনস্কি। গতকাল শনিবার তাঁর দপ্তর সাক্ষাৎকারটি প্রকাশ করে।


ইসরায়েলের কাছে চাওয়া অস্ত্রসহায়তার মধ্যে রকেট হামলা ঠেকানোর ‘আয়রন ডোম’ প্রযুক্তির কথা উল্লেখ করেছিলেন তিনি। এ প্রযুক্তির সহায়তায় গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া রকেট হামলা প্রতিরোধে সফলতা পেয়েছে ইসরাইল।


জেলেনস্কি বলেন, ‘আমি জানি না, ইসরায়েলের কী হয়েছে। সত্যি বলছি, আমি অনেক হতাশ। আমি ঠিক বুঝতে পারছি না, তারা (ইসরায়েল) কেন আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেয়নি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও