আগামী নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দেবে: নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০

আগামী নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দেবে বলে সুস্পষ্টভাবে আশ্বস্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলতে চায় তারা কারা? আওয়ামী লীগ সব সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আওয়ামী লীগ কখনো কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি।”


আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, এটা তাদের দলীয় সিদ্ধান্ত।”


বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন, “আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে। আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন প্রক্রিয়াকে সঠিক পথে এনেছে, যা সামরিক শাসন ও বিএনপি-জামায়াতের আমলে লাইনচ্যুত হয়েছিল।”


ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “ইভিএম একটি আধুনিক পদ্ধতি এবং বিশ্বের অনেক দেশেই এটি ব্যবহৃত হয়। আমরা দেখেছি যে, যেখানে ইভিএম ব্যবহার করা হয়েছে সেখানে দ্রুত নির্বাচনী ফলাফল পাওয়া যায় এবং মানুষ স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও