কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বমি বমি ভাব দূর করার ঘরোয়া উপায়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:০২

বমি বমি ভাব হতে পারে নানা কারণে। পেটে জমে থাকা গ্যাস কিংবা অন্য কোনো অসুস্থতার প্রকাশ হতে পারে এই বমি বমি ভাব। এটি খুব বেশি জটিল মনে না হলেও যথেষ্ট অস্বস্তিদায়ক। কারণ এমন সমস্যা যার হয় সে স্বাভাবিকভাবে অন্য কোনো কাজেই মনোযোগ দিতে পারে না। ঘরোয়া কিছু উপায় মেনে চললে খুব দ্রুতই এই সমস্যা কেটে যায়। চলুন তবে জেনে নেওয়া যাক বমি বমি ভাব দূর করার ঘরোয়া উপায়-


লেবু


বমি বমি ভাব হলে সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন লেবু। কারণ লেবুর রসে থাকা অ্যাসিড বমির উদ্রেক কমায়। সেজন্য প্রথমে নিতে হবে এক গ্লাস হালকা গরম পানি। এরপর তাতে মেশাতে হবে লেবুর রস ও এক চিমটি লবণ। এভাবে খেলে বমি বমি ভাব দূর হবে সহজেই। তবে খুব বেশি খাবেন না। তাতে সমস্যা উল্টো বেড়ে যেতে পারে।


আদা


আমাদের শরীরের অনেক ধরনের অস্বস্তি বা সমস্যা দূর করতে কাজ করে আদা। এটি খেলে পাকস্থলীর নানা সমস্যা ও বমি বমি ভাব দূর হয় সহজেই। তাই যখন বমির উদ্রেক হবে, আদা কুচি বা আদার রস খেয়ে নিন। এক টুকরো আদা মুখে দিয়ে চিবুতে পারেন। এতে বমি বমি ভাব দূর হবে।


পুদিনা পাতার তেল


বমি বমি ভাব দূর করার অন্যতম ঘরোয়া উপায় হলো পুদিনা পাতার তেল ব্যবহার করা। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে পুদিনা পাতার তেল বমি বমি ভাব কমায়। সেজন্য হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে গন্ধ শুকতে থাকুন। এতে বমির সমস্যা অনেকটাই দূর হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও