৪ পর এমন লজ্জা পেল স্পেন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৯

উয়েফা নেশনস লিগে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইজারল্যান্ড। স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ড। ঘরের মাঠে প্রায় চার বছর পর হারল স্পেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে নেশনস লিগের ম্যাচে ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হেরেছিল তারা।


গতরাতে ম্যাচের ২১তম মিনিটে হেডে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ম্যানুয়েল আকানজি। এগিয়ে থেকেই বিরতিতে যায় সুইজারল্যান্ড। ম্যাচের ৫৫তম মিনিটে জর্ডি আলবা গোল করে সমতা ফেরান। কিন্তু তিন মিনিট পর ফের সুইজারল্যান্ড এগিয়ে যায়, গোল করেন ব্রেল এম্বোলো। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।


এই হারে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারাল স্পেন। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বড় জয়ে শীর্ষে অবস্থান নিয়েছে পর্তুগাল। মঙ্গলবার রাতে ঘরের মাঠে শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে রোনালদোরা। এই ম্যাচে কোনোরকমে ড্র করতে পারলেই শেষ চারে জায়গা করে নিবে পর্তুগিজরা। অন্যদিকে শেষ চারে যেতে হলে জিততেই হবে স্পেনকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও