বরিশালে যুবদলের সমাবেশ শেষে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা
মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিতে যুবদল কর্মী শাওন ভূঁইয়া নিহতের প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে যুবদল। আজ শনিবার সকালে নগরের অশ্বিনীকুমার হলের সামনে জেলা (উত্তর) যুবদলের সমাবেশ শেষে মিছিল বের করার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।
এদিকে একই সময়ে নগরের সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেছে মহানগর ও দক্ষিণ জেলা যুবদল। এ সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্যসচিব মীর জাহিদুল কবির, জেলা বিএনপির (দক্ষিণ) সদস্যসচিব আকতার হোসেন। জেলা যুবদলের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদের সঞ্চালনায় সমাবশে আরও বক্তব্য দেন মহানগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি কামরুল হাসান ও মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের (দক্ষিণ) সহসভাপতি সালাউদ্দিন নাহিদ ও মো. হাবিবুল্লাহ।
বক্তারা বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। অথচ দেশের জনগণের মৌলিক অধিকারের দিকে সরকারের কোনো খেয়াল নেই। তাই জনগণের প্রত্যাশা পূরণে কঠোর আন্দোলনের মাধ্যমে শিগগিরই এ সরকারের পতন নিশ্চিত করা হবে।