কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এ কেমন বাজেট প্রস্তাব ব্রিটেনের অর্থমন্ত্রীর?

জাগো নিউজ ২৪ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৬

ব্রিটেনের লন্ডন হাউস অব কমন্সে সরকারের বার্ষিক প্রবৃদ্ধির এক বিবৃতি দেওয়ার সময় চ্যান্সেলর অব দ্য এক্সচেকার বা ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং ‘নতুন যুগের জন্য নতুন পদ্ধতির’ কথা বলেছেন। গত ২৩ সেপ্টেম্বর সংক্ষিপ্ত বাজেট বক্তৃতায় ৩০ মিনিটের কিছু কম সময় বক্তব্য রাখেন কোয়ার্টেং। অর্ধ শতাব্দীর মধ্যে যে কোনো চ্যান্সেলরের চেয়ে এই অর্থবছরে সবচেয়ে বড় পরিকল্পনা ও প্রস্তাব পেশ করলেন তিনি। তবে এমন একটি অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য এটি করলেন যা তিনি অর্জন করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।


সত্যিই এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি। পরিবার ও ব্যবসার জন্য জ্বালানি বিল কমাতে অক্টোবর থেকে ছয় মাসে ৬০ বিলিয়ন ইউরো বা ৬৫ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা রয়েছে তার, যা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু স্থায়ী ব্যবস্থা কি হবে সেটা স্পষ্ট নয়। আয়কর কমানো হবে ১৯ থেকে ২০ শতাংশ। কোয়ার্টেং সংসদ সদস্যদের বলছিলেন, করপোরেশন ট্যাক্স বাড়বে ২৫ শতাংশ। পরিবর্তে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৯ শতাংশ হারে অর্থ প্রদান করতে থাকবে, যা জি-২০ ভুক্ত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। সর্বোচ্চ উপার্জনকারীরা আরও ভালো সুযোগ পাচ্ছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও