স্বল্প পুঁজি নিয়েও জয়, বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
আসর শুরুর আগে কভিড পজিটিভ হয়ে ছিটকে পড়েছিলেন ফারজানা হক। রুমবন্দি হয়ে যাওয়া ওপেনার নেগেটিভ হয়ে থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল দিয়েই ফিরলেন। ফিরে অবশ্য বড় কিছু করতে পারলেন না। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে যাওয়ার লড়াইয়ে দলের অন্য ব্যাটাররাও বড় কোনো ইনিংস খেলতে পারলেন না।
তবে ৫ উইকেটে ১১৩ রানের স্বল্প পুঁজি নিয়েও আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সমস্যা হলো না বাংলাদেশের। কারণে বোলাররা এমন নিয়ন্ত্রিত বোলিং করলেন যে থাইল্যান্ডও ঠিক কুলিয়ে উঠল না। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারানো প্রতিপক্ষকে ১০২ রানে থামিয়ে নিগার সুলতানার দল বিশ্বকাপে গেল ১১ রানের জয়ে। এর আগে অন্য সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে বিশ্বকাপযাত্রায় বাংলাদেশের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ডও। বাছাইপর্ব থেকে মূল পর্বের টিকিট তো পাওয়ার কথা ছিল দুই ফাইনালিস্টেরই।