যাত্রী সংকটে চাকরি হারানোর শঙ্কায় লঞ্চ শ্রমিকরা
পদ্মা সেতু উদ্বোধনের ৩ মাস পার হলেও যাত্রী সংকটে রয়েছে দক্ষিণবঙ্গের লঞ্চগুলো। ফলে লঞ্চ শ্রমিকদের বেতন পেতে যেমন দেরি হচ্ছে, তেমনি কখনও আবার মিলছে না বেতন। চাকরি হারানোর শঙ্কায় আছেন অনেকে। অপরদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কপালে ভাঁজ পড়েছে তাদের।
গত জুন মাসে পদ্মা সেতু উদ্বোধনের পর সড়কপথে যেতে শুরু করেন দক্ষিণবঙ্গের বেশিরভাগ যাত্রী। লঞ্চ মালিকদের আশা ছিল, আরামে যাত্রার জন্য আবারও লঞ্চমুখী হবেন যাত্রীরা। তবে যাত্রী ফিরলেও আগের রমরমা অবস্থা ফেরেনি বলে দাবি সংশ্লিষ্টদের। ফলে লঞ্চ ব্যবসায় নেমে এসেছে ভাটা, যার প্রভাব পড়েছে শ্রমিকদের বেতনে।
রাজধানীর সদরঘাটে লঞ্চ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের মাসগুলোতে ৫ তারিখের মধ্যে বেতন মিললেও এখন বেতন পেতে ১৫-২০ তারিখ হয়ে যায়। কিছু লঞ্চের শ্রমিকের আগস্ট মাসের বেতনও বাকি আছে। শ্রমিকরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেখানে বেতন বাড়ার কথা, সেখানে এখন নিয়মিত বেতন পাওয়াই দায়। অনেকে চাকরি হারানোর ভয়ে আছেন। তারা বলছেন, একদিকে বেতন ও চাকরির অনিশ্চয়তা, অপরদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাপন কোণঠাসা হয়ে পড়ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লঞ্চ
- লঞ্চ চলাচল
- যাত্রী শূন্য