গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের আগে…

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১

সন্ধ্যার জমকালো পার্টিতে গাঢ় লাল লিপস্টিকে সেজেছেন। কিন্তু ঘণ্টা না পেরোতেই দেখা গেলো দাঁতে লেগে বা ঠোঁট থেকে ছড়িয়ে বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে গেছে লিপস্টিকের! এই ধরনের বিড়ম্বনা এড়াতে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের আগে কিছু টিপস জেনে নিন।


ঠোঁটকে প্রস্তুত করুন
ঠোঁটে মরা চামড়া জমে থাকলে লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই লিপস্টিক ব্যবহারের আগে সামান্য চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। এরপর ভালো করে ধুয়ে মুছে প্রাইমার অথবা লিপ বাম লাগিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন।   


ঠোঁটে লিপস্টিক ব্যবহারের আগে
শুকনা টিস্যুতে সামান্য সাদা পাউডার লাগিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরুন। এতে বাড়তি লিপ বাম যেমন দূর হবে, তেমনি পাউডারের আস্তরণ লিপস্টিকের রঙ ধরে রাখতে সাহায্য করবে।



আগে লিপস্টিক, এরপর লিপ লাইনার
ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এরপর লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নেবেন। চেষ্টা করুন একই রঙের শেড বেছে নিতে। লিপস্টিকের চাইতে হালকা অথবা গাঢ় শেডের লাইনার ভালো দেখায় না।


ফিনিশিং টাচ
এক টুকরো টিস্যু দুই ঠোঁটের মাঝে চেপে ধরে বাড়তি লিপস্টিক মুছে নিন। এরপর ব্রাশে সামান্য কনসিলার ও ফেস পাউডার নিয়ে ঠোঁটের কোণায় লাগান। ব্যস! পার্টিতে যাওয়ার জন্য আপনি তৈরি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও