![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-09%2Ff4885ff8-1117-4f3d-8ac0-508d881b71a5%2Fcyborg_reuters_220922_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=940)
সাইবর্গ তেলাপোকা খুঁজে দেবে ধ্বংসস্তুপে আটকা পড়া মানুষ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২
ভূমিকম্পের ফলে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া মানুষ খুঁজতে এক অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন জাপানের একদল গবেষক; নিখোঁজ ব্যক্তিদের খোঁজে মাঠে নামবে সাইবর্গ তেলাপোকা!
তেলাপোকার পিঠে সোলার সেল আর ইলেকট্রনিক্স যন্ত্রাংশবাহী ব্যাকপ্যাক জুড়ে দেওয়ার প্রক্রিয়া উদ্ভাবন করেছেন ওই গবেষকরা। ব্যাকপ্যাকবাহী তেলাপোকাগুলোকে রিমোট কন্ট্রোলারের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন অনুসন্ধানকারী ও উদ্ধারকর্মীরা।
এ অভিনব প্রযুক্তির উদ্ভাবক জাপানের রিসার্চ জায়ান্ট ‘রিকেন’-এর ‘থিন-ফিল্ম ডিভাইস ল্যাবরেটরি’র গবেষক কেনজিরো ফুকুদা এবং তার দল। রয়টার্স জানিয়েছে, চার মাইক্রন বা মানুষের চুলের ২৫ ভাগের এক ভাগ পুরু একটি নমনীয় সোলার সেল ফিল্ম উদ্ভাবন করেছেন গবেষকরা যা তেলাপোকার শরীরে জুড়ে দেওয়া সম্ভব।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সাইবর্গ তেলাপোকা
- অভিনব কৌশল