বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সাফল্যের উদাহরণ

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৫২

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সাফল্যের গল্প বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তিনি বলেছেন, ‘বিশ্বব্যাংক ৫০ বছর ধরে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত। ’ গতকাল বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্টিন রাইজারের এসব অভিব্যক্তির কথা জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে তার প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর জন্য বাংলাদেশকে শক্তিশালী সরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে, ব্যাবসায়িক প্রতিযোগিতার উন্নতি, জলবায়ু স্থিতিস্থাপকতা নিশ্চিত করতে হবে। ’


বিশ্বব্যাংক বাংলাদেশকে তার উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার জন্য অনুদান, সুদমুক্ত ঋণ এবং ছাড়পত্রের আকারে ইন্ডিপেনডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনে (আইডিএ) অর্থায়নে ৩৭ বিলিয়নেরও বেশি প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে দেশে ৫৫টি চলমান প্রকল্পের জন্য প্রায় ১৫.৭ বিলিয়ন বিনিয়োগ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও