ইটালির নির্বাচনে কি চরম দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসছে?
সুইডেনের নির্বাচনে দক্ষিণপন্থী দলের বিজয়ের পর ইউরোপের মানুষ এখন এই মহাদেশের আরো একটি দেশের নির্বাচনের দিকে গভীর আগ্রহে তাকিয়ে আছে।
ধারণা করা হচ্ছে, ইটালিতে ২৫শে সেপ্টেম্বরের নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম চরম-দক্ষিণপন্থী কোনো নেতা ক্ষমতায় চলে আসতে পারেন।
সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, জর্জা মেলোনির দল ব্রাদার্স অব ইটালি বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে, এবং তিনি জয়ী হলে কয়েক দশক পর তার নেতৃত্বে দেশটিতে একটি দক্ষিণপন্থী জোট সরকার গঠিত হবে।
এই মধ্য-ডানপন্থী জোটে রয়েছে তিনটি দল: জর্জা মেলোনির ব্রাদার্স অব ইটালি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয়তাবাদী রাজনীতিক মাত্তেও সালভিনির নর্দার্ন লিগ এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী দক্ষিণপন্থী নেতা সিলভিও বারলুসকোনির ফরজা ইটালি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইতালি
- চরমপন্থী