হত্যার দায়ে ৩ বছরের কারাদণ্ড পেল যুক্তরাষ্ট্রের প্রাক্তন পুলিশ কর্মী

কালের কণ্ঠ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:৫২

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিনিয়াপোলিস পুলিশের প্রাক্তন কর্মী টমাস লেনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি মে মাসে ফ্লয়েডের হত্যাকাণ্ডে সহায়তা করার জন্য দোষ স্বীকার করেছিলেন।


জানা গেছে, ফ্লয়েডের নাগরিক অধিকার লঙ্ঘনের জন্য কলোরাডোর একটি ফেডারেল কারাগারে ৩০ মাস ধরে বন্দি রয়েছেন টমাস। হত্যাকাণ্ডে জড়িত থাকা চার মিনিয়াপোলিস পুলিশ কর্মীর মধ্যে তিনি একজন। ডেরেক চৌভিন মূল হত্যাকারী হিসেবে নিজের দোষ স্বীকার করেছিলেন এবং তাকে ২০ বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল।


অন্যদিকে অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্মী টউ থাও এবং জে আলেকজান্ডার কেউংয়ের মুক্তির আবেদন আগস্টে নাকচ হওয়ার পর তাদের বিচারকাজও এখন শুরু হবে। ফ্লয়েডের নাগরিক অধিকার লঙনের জন্য তাদের দুই জনকে ফেডারেল আদালতে সাজা দেওয়া হয়েছিল। আলেকজান্ডারকে তিন বছর এবং টউকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও