কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়ার তেল দেশে শোধন সম্ভব নয়: ইস্টার্ন রিফাইনারি

রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল দেশের বিদ্যমান অবকাঠামোতে শোধন করা সম্ভব নয় বলে জানিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-ইআরএল।

রাশিয়া থেকে আসা তেলের নমুনা ল্যাবে পরীক্ষার পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসিতে জমা দেওয়া এক প্রতিবেদন ইআরএল এ মূল্যায়ন জানিয়েছেন।

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ১৪টা আইটেম টেস্ট করেছি। আমাদের অনেক পুরাতন মেশিনারিজ। এই মেশিনারিজ দিয়ে এটা রিফাইন করা সম্ভব না।

“টেস্ট করে আমরা প্রতিবেদনটা বিপিসিতে জমা দিয়েছি। বিপিসি এটা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়কে জানাবে।”

এ বিষয়ে বক্তব্য জানার জন্য বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

যুদ্ধের সংকটের মধ্যে মে মাসে রাশিয়া থেকে অপেক্ষাকৃত কম দামে অপরিশোধিত তেল কেনার প্রস্তাব পায় বাংলাদেশ।

তবে রাশিয়ার তেল বাংলাদেশের রিফাইনারিতে ‘পরিশোধনযোগ্য নয়’ জানিয়ে ওই প্রস্তাব সে সময় এড়িয়ে যাওয়ার ইংগিত দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এরপর রাশিয়া থেকে পরিশোধিত তেল কেনার প্রস্তাব আসে, যা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়। এরইমধ্যে গত মাসের শেষের দিকে রাশিয়ার তেল বাংলাদেশে পরিশোধনযোগ্য কিনা তা খতিয়ে দেখার জন্য নমুনা পাঠানো হয়।

ওই নমুনা ১ সেপ্টেম্বর ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছয়; এরপর ল্যাবে তা পরীক্ষা করে দেখা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন