খোলাবাজারে ডলার ১১৫, ব্যাংকে ১০৮ টাকা
ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিলেও বাজারে ডলারের তেজ কমেনি। গত সোমবার এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে ডলার বিক্রি করে প্রতি ডলারের দাম নিয়েছে ১০৮ টাকা।
আর গতকাল মঙ্গলবার খোলাবাজারে ডলারের দাম আবারও ১১৫ টাকায় উঠেছে। রাজধানীর একাধিক মানি চেঞ্জার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এদিকে ব্যাংকগুলো গতকাল সর্বোচ্চ ১০৭ টাকা ৮২ পয়সা দামে ডলার সংগ্রহ করে। প্রবাসী আয় ও রপ্তানির অর্থ নগদায়নের ক্ষেত্রে ডলারের এই দাম দেওয়া হয়। গতকাল ন্যাশনাল ব্যাংক প্রবাসী আয় সংগ্রহ ও রপ্তানির অর্থ নগদায়নে প্রতি ডলারের জন্য সর্বোচ্চ ১০৭ টাকা ৮২ পয়সা ও ইসলামী ব্যাংক ১০৭ টাকা ৪৫ পয়সা দাম দিয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে