You have reached your daily news limit

Please log in to continue


ঋণের দায় বাড়াচ্ছে ডলারের মূল্যবৃদ্ধি

দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও সারা দেশের যোগাযোগ স্থাপনের জন্য বঙ্গবন্ধু সেতু নির্মাণ করে সরকার। এর জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো থেকে প্রায় ২ হাজার ৫৭৩ কোটি টাকার সমান ঋণ নেওয়া হয়েছিল। সুদ দেওয়ার কথা ছিল আরও প্রায় ৫২০ কোটি টাকা। সব মিলিয়ে সুদাসলে ৪০ বছরে ৩ হাজার ৯৩ কোটি টাকা পরিশোধ করলেই মুক্তি পাওয়ার কথা।

কিন্তু সেই মুক্তি মেলেনি। গত জুন পর্যন্ত ৩ হাজার ৩৭১ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। পৌনে ৩০০ কোটি টাকা বেশি পরিশোধ করলেও কিস্তি চালিয়ে যেতে হবে ২০৩৩ সাল পর্যন্ত। পরিশোধ করতে হবেও হবে প্রায় দ্বিগুণ অর্থ। ডলারে ঋণ নেওয়ার কারণেই এই বিপত্তি। কেননা প্রকল্প থেকে আয় হচ্ছে টাকায়, কিন্তু ঋণ পরিশোধ করতে হচ্ছে ডলারে। গত প্রায় তিন দশকে টাকার মান কমেছে ১৫০ শতাংশের বেশি। টাকার মানের পতনের কারণেই ঋণ পরিশোধ ব্যয় বেড়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন