![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F09%2F20%2Fcarton-819324540b980225228056247df85ebd.jpg%3Fjadewits_media_id%3D813543)
পড়ে থাকা ওষুধের কার্টনে ছিল নবজাতকের লাশ
পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থান সংলগ্ন মহাসড়কের পাশে পড়ে থাকা একটি ওষুধের কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা ওই স্থানে একটি কার্টন পড়ে থাকতে দেখে এগিয়ে যান। কার্টনটি খুলে ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ দেখে পুলিশকে জানান।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।