কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাংসজাতীয় পণ্য রপ্তানিতেও মিলবে নগদ সহায়তা

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:০২

হালাল মাংসের পাশাপাশি মাংসজাতীয় পণ্য রপ্তানিতেও নগদ সহায়তা দেবে সরকার। এ–জাতীয় পণ্য রপ্তানি করলে ২০ শতাংশ হারে সহায়তা দেওয়া হবে। চলতি ২০২২-২৩ অর্থবছরে নগদ সহায়তার তালিকায় এ পণ্য যুক্ত করা হয়েছে। আজ এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


গত অর্থবছরের মতো এবারও ৪৩ খাতের বিভিন্ন ধরনের পণ্য রপ্তানির বিপরীতে সরকার ১ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেবে। গত ২০২১-২২ অর্থবছরে চা, দেশে তৈরি বাইসাইকেল ও এর যন্ত্রাংশ, দেশে তৈরি এমএস স্টিল পণ্য ও দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আওতাভুক্ত করা হয়, যা এবারও বহাল।


এ নতুন পণ্য/নতুন বাজার সম্প্রসারণের আগে ৪ শতাংশ হারে সহায়তা দেওয়া হতো। এবারও তা বহাল রাখা হয়েছে। আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইইউ ব্যতীত অন্যান্য দেশে নগদ সহায়তা দেওয়া হতো। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্যও। এই চার দেশে নতুন পণ্য বা বাজারে নগদ সহায়তা দেওয়া হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও