কীভাবে দেখা যাবে বাংলাদেশের ফাইনাল ম্যাচ

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৩

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ ইতিহাস গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশের মেয়েদের। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ নেপাল। জিততে পারবে বাংলাদেশ? এই ম্যাচ নিয়ে আগ্রহী ফুটবলভক্তের সংখ্যা কম নয়। কিন্তু ম্যাচটি কীভাবে দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন আছে অনেকেরই।


এর আগের ম্যাচগুলো বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ইন্টারনেট প্ল্যাটফর্মে দেখা না গেলেও ফাইনাল ম্যাচটি টেলিভিশনের পর্দায় দেখার সুযোগ আছে। বাংলাদেশের স্পোর্টসভিত্তিক চ্যানেল টি–স্পোর্টস ম্যাচটি দেখাবে। শুধু টিভি পর্দা নয়, ম্যাচটি দেখা যাবে টি-স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও।


ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও