একটা কাজের আলোচনা–সমালোচনা দুটোই হবে : ইমতিয়াজ বর্ষণ
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’। রায়হান রাফি পরিচালিত এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। মুক্তির পর নিঃশ্বাস নিয়ে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন জানতে গতকাল রোববার সন্ধ্যায় কথা হলো তাঁর সঙ্গে। জানালেন তাঁর নিজস্ব উপলব্ধি।
ইমতিয়াজ বর্ষণ : মুক্তির পর মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখেছি। টিজার সেই আগ্রহের জায়গা তৈরি করেছে। এই ছবি একধরনের নতুন অভিজ্ঞতা। আমাদের দেশের ওয়েবে এই ধরনের অ্যাকশন জনরার কাজ খুব একটা হয়নি। পরিচালক রায়হান রাফি ‘নিঃশ্বাস’ দিয়ে সেই চেষ্টা করেছে। এই ধরনের কাজ আমিও আগে করিনি। তবে একটা মুক্তিযুদ্ধের সিনেমা করেছি, সেটাতে অ্যাকশন ছিল ঠিকই, অবধারিতভাবে যুদ্ধক্ষেত্রও ছিল। এর বাইরে এই ধরনের কাজ এবারই প্রথম।
আমি, পরিচালক রায়হান রাফি, অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সাফা কবির, শাওন—আমরা একসঙ্গে দেখেছি। তাসনিয়া ফারিণ অসাধারণ অভিনয় করেছে। আমার কাছে সাফা কবিরের অভিনয়ও দারুণ লেগেছে। এর আগে ওর যে কয়টা কাজ দেখেছি, সেগুলোর চেয়ে এটাতে একেবারে আলাদা মনে হয়েছে। শাওনকেও এই ধরনের চরিত্রে আগে দেখেছি বলে মনে হয় না।
রাফির ‘পরাণ’ দেখেছি। তারও আগে ‘পোড়ামন ২’ দেখেছি। এবার আমার কাজের অভিজ্ঞতা দারুণ। তাকে ভীষণ সাহসী একজন নির্মাতা মনে হয়েছে। ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করবে মনে হয়েছে।
ইতিবাচক আলোচনা যেমন ছিল, তেমনি কিছু নেতিবাচকও ছিল। আমি মনে করি, একটা কাজের আলোচনা–সমালোচনা দুটোই হবে। সেই জায়গা থেকে আমি এটা মেনে নিয়েছি। গঠনমূলক সমালোচনা ভালো কাজ করার সহায়কও। কাজ হলে সেটার আলোচনা যেমন হবে, তেমনি সমালোচনাও হবে—এটা মেনে নিতেই হবে। আমি হয়তো এমন একটা বিষয় এড়িয়ে গেছি, যেটা সাধারণ দর্শকের চোখে ধরা পড়েছে।