গুগল ফটোজে ছবির কোলাজ তৈরি করা যাবে

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:১১

ব্যবহারকারীদের অনলাইনে সংরক্ষণ করা একাধিক ছবির কোলাজ তৈরির সুযোগ দিতে কোলাজ এডিটর সুবিধা চালু করছে গুগল ফটোজ। এ সুবিধা কাজে লাগিয়ে গুগল ফটোজে থাকা একাধিক ছবি দিয়ে একটি ছবি তৈরি করা যাবে। ফলে মুঠোফোনে তৃতীয় পক্ষের তৈরি কোনো ছবি সম্পাদনার অ্যাপ ব্যবহার করতে হবে না।


‘স্টাইলস’ নামের এই কোলাজ এডিটর গুগল ফটোজে বিল্টইনভাবে পাওয়া যাবে। ফলে গুগল ফটোজ সেবা ব্যবহারকারীরা সহজেই নিজেদের জমা রাখা ছবিগুলো থেকে পছন্দের ছবির কোলাজ তৈরি করতে পারবেন। ছবিগুলো কোলাজ করার সময় পছন্দের গ্রিড ব্যবহারের পাশাপাশি চাইলে পেছনের দৃশ্যও পরিবর্তন করা যাবে। ফলে পুরোনো ছবিগুলো নতুনরূপে বিনিময়ের সুযোগ মিলবে। শিগগিরই গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

কোলাজ এডিটরের পাশাপাশি নিজেদের মেমোরি সুবিধা হালনাগাদের ঘোষণা দিয়েছে গুগল ফটোজ। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের বিভিন্ন অনুষ্ঠানের ছবিতে ইফেক্ট ও গানের সুর যুক্ত করে নির্দিষ্ট দিনে উপস্থাপন করবে ছবি সংরক্ষণ ও বিনিময়ের জনপ্রিয় সেবাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও