![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022September/jaya-joti-cover-20220917185237.jpg)
অতিথি হয়ে কলকাতায় যাচ্ছেন জয়া-জ্যোতিকা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০
প্রথমবারের মতো কলকাতায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। যাতে বিশ্বের অনেক শিল্পী ও কলাকুশলী অংশ নেবেন। সেখানে থাকছে বাংলাদেশেরও অংশগ্রহণ।
এই উৎসবের উদ্বোধনী দিনে অন্যতম অতিথি হিসেবে হাজির থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এছাড়া অতিথির চেয়ারে বসবেন বাংলাদেশের আরেক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং পরিচালক আবু সাইয়িদ।