You have reached your daily news limit

Please log in to continue


দুলাভাইকে স্বামী বানিয়ে শিক্ষকতা করছেন ছোট বোন

ছোট বোনের শিক্ষা সনদ দিয়ে কুড়িগ্রামে একটি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন বড় বোন সালমা। পরবর্তীতে প্রতিষ্ঠানটি সরকারিকরণ হলে ছোট বোন রুনা খাতুনও শুরু করেন একই চাকরি। ছোট বোন বিয়ে না করে হয়েছেন সন্তানের মা। বড় বোনের স্বামীকে নিজের স্বামী এবং তাদের সন্তানকে নিজের সন্তান দেখিয়ে পূরণ করেন বিভিন্ন তথ্য।

সম্প্রতি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম ইএফটি-তে বেতন উত্তোলন ফরম পূরণ করতে গিয়ে ধরা পড়ে জালিয়াতির এসব তথ্য। জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দ্বীপচর পোড়ারচরে ২০১০ সালে গড়ে ওঠে  কুড়িগ্রাম আরজি পিপুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়। শুরু থেকে ২০১৭ সাল পর্যন্ত বড় বোন সালমা চাকরি করলেও পরে একই পদে যুক্ত হন ছোট বোন রুনা। কাগজপত্রে মিথ্যা তথ্যের বিষয়ে জানতে চাইলে রুনার বোনজামাই নজরুল ইসলাম বলেন, এসব ভুলে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন