সব প্ল্যাটফর্মে এক চেহারার পেইজ আনছে ইউটিউব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৪

নতুন একটি ভিডিও পেইজ নিয়ে কাজ করছে ইউটিউব, যেখানে কয়েকটি নতুন ফিচারের পাশাপাশি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সংস্করণের নকশাকে নতুন নকশায় এক চেহারায় নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি।


নতুন এই নকশায় সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হলো বিভিন্ন মূল ফিচারে ‘বড়ি-আকৃতি’র বাটন ব্যবহার। উদাহরণ হিসেবে ধরা যায়, দুটি স্বতন্ত্র বাটনের বদলে ‘থাম্ব আপ/ডাউন’ বাটন ও লাইক সংখ্যা নতুন চেহারায় চলে এসেছে একটি বক্সে।


বহুল ব্যবহৃত ‘শেয়ার’, ‘ক্রিয়েট (শর্টস)’, ‘ডাউনলোড’ এবং অন্যান্য অপশনের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করবে ইউটিউব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও