কুয়েতে নিষিদ্ধ অজয়-সিদ্ধার্থের সিনেমা
নিজের দেশের পর বিদেশেও বেশ বিপাকে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’। কুয়েতে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সেই সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সিনেমার বিষয়বস্তু নিয়ে সেদেশে বসবাসকারী একাংশের আপত্তি রয়েছে। এ কারণেই কুয়েত সেন্সর বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।
গেল ৯ সেপ্টেম্বর ‘থ্যাঙ্ক গড’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে। তারপর থেকেই বিতর্কের মুখে পড়ে অজয় ও সিদ্ধার্থ অভিনীত সিনেমাটি। এরইমধ্যেই সিনেমাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশিরভাগই অভিযোগে বলা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা। ভারতের উত্তরপ্রদেশের জওনপুর আদালতে সিনেমাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। তার অভিযোগ, সিনেমার ট্রেলারেই হিন্দু ধর্ম নিয়ে মশকরা করা হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত হানা হয়েছে।