উদ্বোধনী দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরের সূচি ঘোষণা করেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকায় আগামী বছরের ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে শুরুতেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। একই দিন পরে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড।
১৬ দলের টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’ তে। তাদের গ্রুপ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্বোধনী দিনের পর বাংলাদেশ ১৬ জানুয়ারি মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ১৮ জানুয়ারি প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে ও রুয়ান্ডা। ‘সি’ গ্রুপে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইন্দোনেশিয়া। গ্রুপ ‘ডি’ তে ভারত, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্স। সেখানে আবার খেলা হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল খেলবে সেমিফােইনাল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ জানুয়ারি। ইতিহাসের অন্যতম বড় আইসিসি ইভেন্টে মোট ম্যাচ হবে ৪১টি।