কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেদেরারের অবসরের ঘোষণায় মেসি-শচীনদের শুভেচ্ছা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩০

টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার। যাঁর রয়েছে শুধু অগণিত ভক্ত। টেনিস থেকে এমন একজন ব্যক্তিত্বের অবসরের ঘোষণায় ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে হাহাকার। ক্রীড়াঙ্গন বলার কারণ, তিনি শুধু টেনিস খেলোয়াড়দের আদর্শ নন, অন্যান্য খেলোয়াড়দেরও আদর্শ। বিশ্ব ক্রীড়াঙ্গনের উদীয়মান থেকে কিংবদন্তি সবার আদর্শ তিনি। বিদায়বেলায় তাঁকে সামাজিক মাধ্যমে অনিঃশেষ শ্রদ্ধা, প্রশংসা ও শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন অন্য খেলার তারকারা। 



ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি লিখেছেন, ‘একজন প্রতিভাবান, টেনিস ইতিহাসে অদ্বিতীয় ও যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। কোর্টের আনন্দগুলো মিস করব।’ 


ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘রজার ফেদেরার, কি দুর্দান্ত এক ক্যারিয়ার। আমরা তোমার ব্র্যান্ড টেনিসের প্রেমে পড়েছিলাম। ধীরে ধীরে তোমার টেনিস অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস কখনো অবসরে যায় না, আমাদের অংশ হয়ে যায়।’ 



ইউরোপা লিগে প্রথম গোল করার পর গতকাল সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবসর নিয়ে প্রশ্ন করলে ফুটবল কিংবদন্তি বলেছেন, ‘শরীর কোনো সমস্যা নয় মনের জোরেই বড়। রজার ফেদেরার এ ক্ষেত্রে বড় উদাহরণ। উনি আমার আদর্শ।’ 
 
কিছুদিন আগে অবসরের ইঙ্গিত দেওয়া নারী টেনিসের লিজেন্ড সেরানা উইলিয়ামস বলেছেন, ‘আমি সর্বদা তোমার দিকে তাকিয়েছি এবং প্রশংসা করেছি। তোমাকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে যা করবে তার জন্য অপেক্ষা করছি। আমাদের দুজনের পথ একই।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও