১৩১ কোটি টাকার আমান ফিডের ৩৮৫ কোটি টাকা ঋণ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮
পরিশোধিত মূলধন ১৩০ কোটি ৯৭ লাখ টাকা# ঋণের পরিমাণ ৩৮৭ কোটি ৬২ লাখ টাকা#দুই বছরের ব্যবধানে স্থায়ী সম্পদ কমেছে ১০ কোটি ৪১ লাখ টাকা#বিপরীতে ঋণের পরিমাণ বেড়েছে ৭২ কোটি টাকা ঋণের জালে আটকে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিড। ১৩০ কোটি ৯৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির ঋণের পরিমাণ ৩৮৭ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির মূলধনের প্রায় তিনগুণ ঋণ।
এমনকি প্রতিষ্ঠানটির যে স্থায়ী সম্পদ আছে, ঋণের পরিমাণ তার দ্বিগুণেরও বেশি। প্রতিষ্ঠানটির ঋণের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এরপরও ঋণের পরিমাণ কমেনি, উল্টো সময়ের সঙ্গে ঋণের পরিমাণ বাড়ছে। একদিকে প্রতিষ্ঠানটি ঋণের জালে আটকা পড়েছে, অন্যদিকে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া টাকা সঠিকভাবে ব্যবহার করেনি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মূলধন
- বাজার মূলধন