You have reached your daily news limit

Please log in to continue


সীমান্ত সংঘাতের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন মোদি-জিনপিং

২০২০ সালের সীমান্ত সংঘাত ঘিরে এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও চীনের সম্পর্কের ব্যাপক অবনতির পর প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন উভয় দেশের সরকার প্রধান। উজবেকিস্তানের সমরকান্দ শহরে আঞ্চলিক নিরাপত্তা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজশেনের (এসসিও) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি হবেন। তবে এ দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা কোনও দেশই নিশ্চিত করেনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, আঞ্চলিক নিরাপত্তা সংস্থা এসসিওর সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সমরকান্দের উদ্দেশে দিল্লি ছাড়বেন নরেন্দ্র মোদি। এই সম্মেলনে যোগ দেবেন শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, এসসিওর শীর্ষ সম্মেলনে আমি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা, এসসিওর সম্প্রসারণ, সংস্থার বহুমুখীকরণ ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে মতামত বিনিময়ের জন্য উন্মুখ রয়েছি।

তিনি বলেছেন, সম্মেলনে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনের বিষয়েও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার পর পশ্চিম হিমালয়ের প্রত্যন্ত সীমান্তের বিতর্কিত একটি এলাকা থেকে চলতি সপ্তাহে ভারতীয় ও চীনা সৈন্যরা নিজ নিজ চৌকিতে ফিরে গেছেন। উভয় দেশের সৈন্যদের পিছু হটার পর সমরকান্দে মুখোমুখি হতে যাচ্ছেন ভারত ও চীনের দুই সরকার প্রধান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন