You have reached your daily news limit

Please log in to continue


মহামারীর শেষ দেখা যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কোভিড-১৯ মহামারীর ইতি টানতে বিশ্ব এর চেয়ে ভালো অবস্থানে আর কখনোই ছিল না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস।

দুই বছর ধরে বিশ্বজুড়ে দাপট দেখিয়ে ৬০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া স্বাস্থ্য সংকট নিয়ে এটাই এখন পর্যন্ত তার সবচেয়ে আশাব্যঞ্জক বক্তব্য।

“আমরা এখনও সেখানে পৌঁছাইনি। কিন্তু শেষ দেখা যাচ্ছে,” বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সাংবাদিকদের এমনটাই বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২০ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা এবং তিনমাস পর থেকে কোভিড-১৯ কে মহামারী বলতে শুরু করার পর জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থার সর্বশেষ এ মূল্যায়ন বিশ্বকে আশা দিচ্ছে।

চীনে ২০১৯ সালের শেষদিকে আবির্ভূত হওয়া নতুন করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের প্রায় ৬৫ লাখ লোকের মৃত্যুর কারণ হয়েছে, আক্রান্ত করেছে ৬০ কোটির বেশি মানুষকে। প্রাণঘাতী ভাইরাসটির সদম্ভ পদচারণা বৈশ্বিক অর্থনীতিকে ওলটপালট করে দিয়েছে, দেশে দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে ভয়াবহ চাপের মুখে ফেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন